Wednesday 10 August 2016

'ঘটি-বাটি-মানুষ' অলিম্পিক স্কোয়ার্ড

 'ঘটি-বাটি-মানুষ' অলিম্পিক স্কোয়ার্ড 


Archery = ভাঙড়ের এঁড়েটা এই ইভেন্টের যোগ্য প্রার্থী। এত নিখুঁত লক্ষ্য করে যে শিক্ষিকাদের জলের মগ ছুঁড়ে মারতে পারে। সে তো সোনা আনবেই।
Shooting = ঘেসোদের 'বিলে'। মানে বিমানবন্দরে ধরা পড়া নরেন চক্কোবর্তী বাবুই এই ইভেন্টের যোগ্য প্রার্থী।
Swimming = এই বিভাগে তো আমাদের মাননীয় অশোভন বাবুর উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। উনিইতো 'বাংলার ফেল্পস'
Shot put/Discus Throw = এ ব্যাপারে হনুব্রতই যোগ্য প্রার্থী। আরে যে দিনরাত বোমা পেটো ছুঁড়ে বেড়ায় তার কাছে তো সামান্য লোহার ছোঁড়া কোনো ব্যাপারই নয়!
Weightlifting = 'তোলা'র ব্যাপারে কিন্তু সবার থেকে এগিয়ে দোলা। যদিও অনিন্দ্য বা ডাম্পিও যোগ্য প্রার্থী হিসাবে যেতে পারত! কিন্তু সাম্প্রতিক ডোপ টেস্টে দুজন ধরা পড়েন।
Judo = কুদ্রিশ আলির থেকে নির্ভর যোগ্য কেউ আছে বলে মনেহয় না! কিল লাথি চড়, হাত পা ভাঙাতে উনিই দক্ষ। তবে একটাই ভয়, মেজাজ হারিয়ে প্রতিপক্ষের জিভ না টেনে ছিঁড়ে দেয়! তাহলে কিন্তু ডিসকোয়ালিফায়েড হয়ে যাবেন। তাই একটু সতর্কতা অবলম্বন করা দরকার।
Beach volley = কবীর গানওয়ালা এই বিভাগে যোগ্য প্রার্থী। কারণ ব্যাখ্যার প্রয়োজন
নেই।
Cycling = সুদীপ বাবুর থেকে অভিজ্ঞ কেউ আছে বলে মনেহয় না! Cyclingটা উনি সেই বহরমপুর স্ট্রিট রেস দিয়েই শুরু করেছিলেন।
Football = রসুনের প্রশিক্ষনে ও ভাইচুং এর নেতৃত্বে এগারো জন দামালের একটা দল পাঠানো যেতেই পারে!
Table Tennis = সুলতান সাহেব বেস্ট। নারদের ভিডিও দেখে এটুকু স্পষ্ট, উনি টেবিলে ভালোই খেলেন।
Boxing = এই ইভেন্টে এক এবং অদ্বিতীয় প্রার্থী হলেন রাশ ভারী বিহারী বাবু (রাসবিহারী)। অভিজ্ঞতা প্রচুর। সোনা নিশ্চিত।
Golf = আমাদের মল্লিক বাবুই এটার জন্য যোগ্য প্রার্থী। ওনার মতন গল্ফ প্রেমী দলে আর কেউ নেই। উনি তো গল্ফ প্রেমের জন্যই 'গল্ফগ্রীনে' বাড়ি বানিয়ে ফেললেন।
Hocky = মানস, বিপুল সহ সবং কলেজের ঘেসো ইউনিট। যারা হকি স্টিক দিয়ে রক্তক্ষয়ী অনুশীলনর মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তবে এদের সঙ্গে এদের কোচ ভারতীকেও দলের অন্তর্ভুক্ত করতে হবে।
Rowing = হাকিম সাহেব এই ইভেন্টের যোগ্য প্রার্থী। ছোটবেলা থেকেই বন্দর এলাকা যিনি দাপিয়ে বেড়িয়েছেন। বড়ো বড়ো জাহাজ নিয়ে যিনি খেলেন তার কাছে নৌকা তো নস্যি!
Wrestling = কাকলি আর অসব্যসাচী। সিন্ডিকেটের কল্যাণে এরা দুজন সারাবছরই Wrestling Practice এর মধ্যে থাকেন। তাই অলিম্পিকে সোনা ও রুপো একপ্রকার নিশ্চিত ধরতে পারেন।
Athletics (Pole Vault) = সুব্রত বাবুই যোগ্য প্রার্থী। আসলে ওনার মতন পাল্টিবাজ লোক দলে আর একটাও নেই।
High Jump = লম্বা ব্যক্তি High jump-এ বাড়তি অ্যাডভান্টেজ পায়। তাই রবি বাবুই এই ইভেন্টের যোগ্য প্রার্থী।
Badminton = নুকুল শিউলি হলো ব্যাডমিনটনের সেরা জুটি। আসলে দুজনের মধ্য বোঝাপড়াটা দারুন। সারক্ষণই তো নকুল শিউলির সাথে ঐ জীতেন্দ্র মতন 'এ টাকি, ও টাকি, এ টাকি টাকি টাকি রে ' করছে।
Tennis = এই ইভেন্টে আমাদের দিদিই যোগ্য প্রার্থী। যদিও উনি একাই সমস্ত ইভেন্টে সোনা জেতার ক্ষমতা রাখেন! তবে নেতাজী ইনডোরে সানিয়া মির্জার কাছে স্পেশাল টেনিসের প্রশিক্ষন নিয়েছেন উনি।


( দুর্ভাগ্য বসত অলিম্পিকে সাপ-লুডো খেলা না থাকার জন্য চাষার ব্যাটা যেতে পারছে না)

No comments:

Post a Comment