Monday 4 April 2016

লন্ডভন্ড লন্ডন


@পাগলা দাশু

লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন, মাই ফেয়ার লেডি,”- এই রাইমস্‌টা ছোটবেলায় পড়েছিলাম। তখন কি আর জানতাম, কলকাতা একদিন লন্ডন হবে, আর সেখানেই আবার ব্রিজ ভেঙে পড়বে, আর আমাদের সকলের প্রিয় মাই ফেয়ার লেডিদায় এড়ানোর জন্য বলবে এই ব্রিজ আমাদের আমলে তৈরি হয়নি। অথচ যে সমস্ত ব্রিজ ফ্লাইওভার ওনার আমলে শুরু হয়নি, কিন্তু শেষ হয়েছে ওনার আমলে, তাতে নীল সাদা রং করে, ঢঙ করে বলতে শোনা গেছে এই উন্নয়ন আমরা করেছিওনার প্রতি কোনো মমতা নেই, তাই এই নীল-সাদা গিরগিটির ভোটও নেই।

ওনার যা যুক্তি, তাতে হাওড়া ব্রিজের কিছু হলে তো তার দায় নিতে হবে ব্রিটিশদের। আর দিল্লি রোডে ধস্‌ নামলে দায় নিতে হবে মোঘলদের। হাজারদুয়ারী এলাকায় কোন সৌধ ভেঙ্গে পড়লে কবর থেকে তুলে আনতে হবে নবাব সিরাজ-উদ্‌-দৌলাকে। পাগলের রাজত্ব।!!!

No comments:

Post a Comment